সময়মতো ভারতকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে দেশটির সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমরা কোনোভাবেই উত্তেজনা কমাবো না — ভারত আমাদের যেসব ক্ষতি করেছে, তার জবাব তাদের পেতেই হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা আত্মরক্ষার অবস্থানে ছিলাম। সময়মতো এর উপযুক্ত জবাব তারা পাবে।
এদিকে ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। শুক্রবার গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানে হামলা চালানোর পর এখন পর্যন্ত ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে।
গত ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। আর গত রাত থেকে আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস