সংঘাত নয়, সম্প্রীতি এই শ্লোগানকে সামনে রেখে লাখো মানুষের মরণফাঁদ ভবদহের জলাবদ্ধতা-সমস্যা করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে মণিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রী কলেজ মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর (পিএফজি) ও অভয়নগর-মণিরামপুর উপজেলা সুজনের অয়োজনে উক্ত শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা সুজনের সভাপতি হাফিজুর রহমান।
অভয়নগর উপজেলা পিএফজি সমন্বয়কারি অধ্যক্ষ আব্দুল লতিফ ও মণিরামপুর উপজেলা সমন্বয়কারি অধ্যাপক আব্বাস উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন ভবদহ জলাবদ্ধতা নিরসন ও স্থানীয় পানি নিষ্কাশন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. কামরুজ্জামান, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম-আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, অভয়নগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়ক খোরশেদ আলম, কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, মনোহরপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার মশিয়ুর রহমান, অভয়নগর সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক, বীরমুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর পিস অ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েল, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সেলিম হাসান, অধ্যক্ষ সেলিম ইকবাল, পিএপজি সদস্য সহকারী অধ্যাপক আলাউদ্দিন, হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক সমরেশ কুমার বৈরাগী, প্রধান শিক্ষক প্রভাষ দাস, সুকৃতি মন্ডল, পরিতোষ সরকার, পিএফজি সদস্য অশোক কুমার বিশ্বাস, শিক্ষক আশুতোষ বৈরাগী, ওয়ার্কাস পর্টির নেতা সঞ্জিত বিশ্বাস, মণিরামপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক তপন বিশ্বাস পবন প্রমুখ।
খুলনা গেজেট/এমএইচবি