ভবদহ ও সংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে জনগণের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা সোমবার সকালে অভয়নগর উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। হরি রিভার বেসিন পানি কমিটি ও ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আয়োজনে এতে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও উপজেলা আ’লীগের সভাপতি সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। সম্মানীত অতিথির বক্তৃতা করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।
আন্দোলন কমিটির সদস্য সচিব পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি বিএম শফিকুল ইসলাম, হরি রিভার বেসিন পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এড. এসএম কামরুজ্জামান, সাবেক পৌর প্যানেল মেয়র মো. ফারুক হোসেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, মুক্তিযোদ্ধা অধির কুমার পাঁড়ে, অভয়নগর আ’লীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র, বিকাশ রায় কপিল, মফিজ উদ্দিন, নাদির মোল্যা, অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, বিকাশ চন্দ্র মল্লিক, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোল্যা, প্রভাষক মদন মোহন চক্রবর্তী, সাংবাদিক মাসুদ তাজ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সভায় বুধবার মণিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রি কলেজে মতবিনিময় সভা এবং আগামী ২৮ অক্টোবর যশোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা করা হয়।
খুলনা গেজেট/এনএম