খুলনা, বাংলাদেশ | ১৮ পৌষ, ১৪৩১ | ২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা, তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে নিম্নচাপের সম্ভাবনা : আবহওয়া অফিস
  আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘ইউপিডিএফের’ গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত

ভবদহের চার দশকের জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোরের ভবদহ অঞ্চলের চার দশকের দুর্ভোগের অবসান ঘটতে চলেছে। ভবদহ সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। রোববার (৬ অক্টোবর) যশোর কালেক্টরেট চত্বরে অবস্থান কর্মসূচি চলাকালে ফোনে সংযুক্ত হয়ে ভবদহবাসীকে তিনি এ আশ্বাস দেন।

এদিন দুপুর ১২টায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি যশোর নেতৃবৃন্দের উদ্যোগে কালেক্টরেট চত্বরে অবস্থান কর্মসূচি চলাকালে সংগ্রাম কমিটির নেতা ইকবাল কবীর জাহিদের ফোনে যুক্ত হন পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এসময় তিনি ভবদহ সংকট নিরসনের আশ্বাস দেন ও ভবদহ অঞ্চল পরিদর্শন করবেন বলেও জানান। আসন্ন দূর্গা পূজা শেষে তিনি এ সফর করবেন বলে নিশ্চিত করেন।

অবস্থান কর্মসূচি শেষে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ সংকট নিরসনে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিত বাওয়ালি। বক্তব্য দেন সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, সংগ্রাম কমিটির অন্যতম নেতা ইকবাল কবির জাহিদ, তসলিম উর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মনিরামপুর, কেশবপুর অভয়নগর থেকে আগত ভবদহ আন্দোলন সংগ্রামের নেতৃবৃন্দ ও ভবদহবাসী।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!