বিমল ইলাইচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। সেই সঙ্গে তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, বিমল ব্র্যান্ডের প্রচারের জন্য অক্ষয় তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। পরবর্তীতে এমন কোনো বিজ্ঞাপন কিংবা সংস্থার সঙ্গে কাজ করবেন না বলেও জানিয়েছেন।
অক্ষয়ের ভক্তরা অসন্তুষ্ট ছিলেন যে তিনি একটি ক্ষতিকারক পণ্য প্রচার করছেন। তার ভক্তরা অক্ষয়ের এক পুরাতন ভিডিও শেয়ার করে লেখেন কেন অক্ষয় কুমার তামাক জাতীয় দ্রব্য প্রচার করছেন, যেখানে তিনি নিজেই তামাক জাতীয় পণ্যের প্রতি তার ঘৃণার কথা বলেছেন। রীতিমতো ভক্তদের প্রশ্নের মুখে পড়ে অক্ষয় কুমার এমনটা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে অক্ষয় এক পোস্টে লিখেছেন, আমি আমার সব ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েকদিন ধরে আপনাদের প্রতিক্রিয়া আমাকে অনেক প্রভাবিত করেছে, যদিও আমি তামাককে সমর্থন করি না এবং করব না, আমি বিমল ইলাইচির সাথে আমার সম্পৃক্ততা নিয়ে আপনাদের অনুভূতিকে সম্মান করি।
এ ছাড়াও আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিজ্ঞাপনের জন্য নেওয়া ফি মহৎ উদ্দেশ্যে দান করব। তবে ব্র্যান্ডটি ভবিষ্যতেও বিজ্ঞাপনটি প্রচার করতে থাকবে। আমার চুক্তির আইনি সীমা পূরণ না হওয়া পর্যন্ত। কিন্তু আমি আপনাদের সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার পরবর্তী বিকল্পগুলো সাবধানে বেছে নেব। বিনিময়ে আমি আপনাকে আপনার সব ভালোবাসা এবং শুভকামনা জানাতে চাই।
ভক্তদের আবেগকে গুরুত্ব দিয়ে অক্ষয় কুমার এ সিদ্ধান্ত নিয়েছেন। এবং এ বিজ্ঞাপন থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করেছেন তা দান করে দিতে চান। তার এ সিদ্ধান্ত প্রশংসিত হচ্ছে পুরো নেট দুনিয়ায়।
খুলনা গেজেট/ এস আই