গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে মাতাল অবস্থায় আপন দুই ভাইয়ের ঝগড়ার সূত্র ধরে বড় ভাইয়ের তাড়া খেয়ে মাটিতে পড়ে ছোট ভাই অজিত রোজারিওর (৪৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড় ভাই দিলীপ রোজারিওকে (৫০) আটক করা হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মধুসূদন পান্ডে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের হাটখোলা (বউ বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অজিত রোজারিও ওই এলাকার মৃত জোসেফ রোজারিওর ছেলে। অপরদিকে আটককৃত দিলীপ রোজারিও নিহতের আপন ছোট ভাই।
উলুখোলা পুলিশ ফাঁড়ির আইসি মধুসূদন পান্ডে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বড় ভাই দিলীপ ও ছোট ভাই অজিতের সাথে বিগত কয়েকদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল। পারিবারিক কলহের জের ধরে দুই ভাই মদ খেয়ে মাতাল অবস্থায় ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে দিলীপ তার ভাইকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছোট ভাই অজিত রোজারিও মাটিতে পড়ে আহত হয়। পরে আশেপাশের লোকজন তাকে ঢাকার উত্তরার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মধুসূদন পান্ডে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বড় ভাই দিলীপকে আটক করা হয। নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় আটক দিলীপকেও ছেড়ে দেওয়া হয়। তবে পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অজিতের মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড