ঢাকা থেকে শরীয়তপুরের ডামুড্যা গামী লঞ্চ স্বর্ণদ্বীপ-২ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ওই লঞ্চের তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আরও ৫ থেকে ৬ জন গুরুত্বর আহত হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লঞ্চ স্বর্ণদ্বীপ-২ কোদালপুরের গোসাইহাটের সাইখ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে লঞ্চে থাকা পানির ট্যাঙ্কি পড়ে গিয়ে তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। গুরুত্বর আহত হয় আরও পাঁচ থেকে ছয় জন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় হাকিম আলী মিয়া বলেন, ভোরে আমি নামাজ পড়তে উঠি। হঠাৎ করে জোরে ব্রিজের সঙ্গে কিছু একটা ধাক্কা লাগার শব্দ পাই। দৌড়ে গিয়ে দেখি, ব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কা লেগেছে। পরে লঞ্চ পাড়ে ভিড়লে উপরে ওঠে দেখি, পানির ট্যাংক নিচে পড়ে গেছে।
গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে পড়ে রয়েছে। আমরা টাংকের নিচে চাপা পড়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে তিনজন মারা গেছে। একজনকে ঢাকা পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/ টি আই