খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা
  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া : ৪৮ মামলায় আসামি ৩০ সহস্রাধিক

গেজেট ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় আরও সাতটি মামলা করা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা দাড়িয়েছে ৪৮টি। ব্রাক্ষণবাড়িয়ার সদর মডেল থানায় মঙ্গলবার সাতটি মামলা করা হয়েছে। এসব মামলায় পুলিশ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বাদী হয়েছে। মামলাগুলোর মধ্যে সদর মডেল থানায় ৪২টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় দুটি এবং আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

মোট ৪৮ মামলায় ৩০ হাজারেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি মামলাগুলোতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এসব মামলায় ৩২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো নেতা-কর্মী নেই।

গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য আসামি হচ্ছেন হরতালের দিন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী আরমান আলিফ (২২)। তাঁকে গত ৪ এপ্রিল রাতে সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‌্যাব-১৪-এর একটি দল গ্রেপ্তার করে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো রইছ উদ্দিন জানান, তিন থানায় এ পর্যন্ত ৪৭টি মামলা করা হয়েছে।

অপরদিকে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকেও একটি মামলা করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!