বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে ব্রাজিল। হাইভোল্টেজ ম্যাচটির প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। বারবার আক্রমণ করেও সুযোগ কাজে লাগাতে পারেনি সেলেসাওরা।
সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪ এ শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।
এই ম্যাচে খেলতে পারছেন না সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়া নেইমার । তার পরিবর্তে ব্রাজিলের একাদশে এসেছেন ম্যানইউ তারকা ফ্রেড।
ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যেতে পারতো ব্রাজিল। এ সময় ডানদিক থেকে ক্রসে ভিনিসিয়াসকে বল বাড়িয়ে দেন রাফিনহা। ভিনিসিয়াস বক্সের মধ্যে পা লাগিয়ে গোলপোস্টের দিকে পাঠান। কিন্তু সেটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন সুইস গোলরক্ষক সোমার।
প্রথমার্ধে ব্রাজিল ৪টা কর্নার পায়। সুইসরা পায় ২টি। অবশ্য সুইসরাও একটি সুযোগ তৈরি করেছিল ম্যাচের শুরুতে কিন্তু সিলডান ইউডমারের নেয়া শটটি কাজে লাগেনি।