রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন ধরে। তাৎক্ষণিক ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ট্রেনটি থামিয়ে রেলওয়ে পুলিশের সহায়তায় আগুন নেভানো হয়। এটি কোনো নাশকতা নয় বলে দাবি করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ঢাকার কমলাপুর হতে ছেড়ে আসা জামালপুর অভিমুখী ট্রেনটিতে আগুন দেখতে পেয়ে রেলওয়ে পুলিশের হটলাইনে বিষয়টি জানান ট্রেনটির স্টারফরা। পরে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ট্রেনটি থামালে বোতলের পানির সাহায্যে আগুন নেভায় রেলওয়ে পুলিশ।
রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার বলেন, এটি নাশকতার কোনো ঘটনা নয়। ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের সাইলেন্সার পাইপের ওপর একটি পাটের বস্তা ছিল। এতে পাইপটি হতে ধোঁয়া বেরোতে বাঁধা পাওয়ায় আগুন ধরে যায়। বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে থামিয়ে রেলওয়ে পুলিশ বোতলের পানি দিয়ে আগুন নেভানোর পর বস্তাটি রেললাইনের বাইরে ফেলে ট্রেনটি আবার জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত মঙ্গলবার নেত্রকোনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ভোর পাঁচটার দিকে ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনটির তিনটি বগিতে অগ্নিসংযোগ করা হয়। এতে চারজনের মৃত্যু হয়।
খুলনা গেজেট/কেডি