ব্যাটিং ধসের পর এবার জিম্বাবুয়ের পালটা প্রতিরোধ। রাজা-বার্লের ষষ্ঠ উইকেটের জুটিতে তারা ৪৭ বলে ৫৩ রান যোগ করে। ৩১ রানে দলটি ৫ উইকেট হারিয়েছিল। এরপর দুজনে হাল ধরেন খেলার। শুরুতে থিতু হয়ে এখন মেরে খেলার চেষ্টা করছেন। মোস্তাফিজকে টানা দুই চার মেরে জুটির ফিফটি করেন রাজা।
ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট পেলেন মোসাদ্দেক। একে একে ফেরালেন জিম্বাবুয়ের ৫ ব্যাটসম্যানকে। তার পঞ্চম শিকার মিল্টন। অফ স্ট্যাম্পের বল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সুইপ করতে গিয়ে হাসানের হাতে ধরা পড়েন মিল্টন। দারুন ক্যাচ ধরেন হাসান। ৮ বলে ৩ রান করেন মিল্টন। এর আগে মোসাদ্দেক ২১ রানে ২ উইকেট নিয়েছিলেন সর্বোচ্চ। আর আজ নিলেন ২০ রানে নিলেন ৫ উইকেট। দ্রুত ৫ উইকেট হারানোর পর রাজা-বার্লের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছেন স্বাগতিকরা। ৬২ বলে তারা দলীয় ৫০ রান করে।
জিম্বাবুয়ে: ৮৭/৫ (১৫ ওভার)
বাংলাদেশ একাদশ
দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। একাদশে এসেছেন পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
একাদশে যারা, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ
জয়ী একাদশ নিয়েই নেমেছে জিম্বাবুয়ে। একাদশে যারা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলে মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা ও তানাকা চিভাঙ্গা।
খুলনা গেজেট / আ হ আ