তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে রোববার ঢাকায় এসেছে শ্রীলংকা ক্রিকেট দল। লংকানদের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক সিরিজে রুবেল হোসেনের খেলা অনিশ্চিত।
জাতীয় দলের তারকা এই পেসারের পিঠের পুরনো চোট আবার ফিরে এসেছে। তিনি পুনর্বাসনে রয়েছেন। শ্রীলংকার বিপক্ষে খেলতে পারবেন কিনা, রুবেলকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
রুবেলের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক বলেন, নিউজিল্যান্ডে রুবেলের কিছু সমস্যা হচ্ছিল। এখন ব্যথা নেই। ম্যাচ ফিটনেসের ব্যাপারটা তার বিষয়। শেষ মুহূর্তে নির্বাচকরা জিজ্ঞেস করলে আপডেট দেব।
রোববার দেবাশীষ চৌধুরী বলেন, বাংলাদেশ দল শ্রীলংকায় যে প্রটোকলে ছিল আমরা সেরকম প্রটোকলই তৈরি করেছি। প্রথম তিন দিন কঠোর কোয়ারেন্টিনে থাকতে হবে। খেলোয়াড়রা হোটেল রুমে থাকবেন। তিন দিনে দুইবার করোনা পরীক্ষা হবে। চতুর্থ দিনের পরীক্ষার ভিত্তিতে নিজেদের মধ্যে অনুশীলনের অনুমতি মিলবে।
২০ ও ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২২ তারিখ কোভিড পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৩ মে প্রথম ওয়ানডে।
খুলনা গেজেট/এমএইচবি