খুলনা কয়রা উপজেলার বিভিন্ন বিলের বোরো ধান পোকায় আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে। কৃষকরা বোরো ক্ষেতে কীটনাশক প্রয়োগ করলেও কাজে আসছে না। ভালো উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।
কয়রা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কয়রা উপজেলায় ৫ হাজার ৭২৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। বোরো আবাদে ৩ হাজার ৯৫০ জন কৃষককে বীজ ও সার দেয়া হয়েছে।
আমাদী ইউনিয়নের ভান্ডারপোল গ্রামের কৃষক মাওলানা জালাল উদ্দীন বলেন, আমি ২ বিঘা ৫ কাটা জমিতে বোরো রোপন করেছি। হঠাৎ ধান গাছের পাতায় মাজরা পোকা আক্রমণ করেছে। মাজরা পোকার জন্য কীটনাশক ব্যাবহার করেছি, তবে কোন সুফল আসেনি।
একই গ্রামের কৃষক শাহাবুদ্দিন সানা ২ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। তার ধান গাছও পোকার আক্রমণে মরে যাচ্ছে।
সাতহালিয়া গ্রামের কৃষক মোঃ রিপন সরদার বলেন, চলতি মৌসুমে ২ বিঘা জমিতে বোরো চাষ করেছি। পোকার আক্রমণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। উৎপাদন খরচ উঠবে কিনা এ নিয়ে শঙ্কায় রয়েছি।
মহারাজপুর গ্রামের কৃষক মোঃ হাসান মাহমুদ এবং কয়রা সদর ইউনিয়নের কৃষক মোঃ আব্দুল খালেকও একই অভিযোগ করেন।
কয়রা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কিছু জায়গায় মাজরা পোকার আক্রমণ হয়েছিল। উঠান বৈঠকে গ্রুপ মিটিং এর মাধ্যমে কৃষকদের সচেতন করা হয়েছে। বর্তমান নিয়ন্ত্রণে আছে।
খুলনা গেজেট/এমএম