আফগানিস্তানের রাজধানী কাবুলে বেসামরিক নাগরিকদের থেকে অস্ত্র জমা নেওয়া শুরু করেছে তালেবান। স্থানীয় গণমাধ্যমের বরাতে আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে। তবে এ বিষয়ে তালেবান এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি
তালেবান বলছে- আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের আর নিজস্বভাবে আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্র রাখার প্রয়োজন নেই। তারাই এখন তাদের নিরাপত্তা দেবেন।
তালেবানের ভাষায়, মানুষ আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতো। এখন তারা নিরাপদ বোধ করতে পারে। আমরা এখানে নিরপরাধ মানুষের ক্ষতি করার জন্য আসিনি।
কাবুলের বাসিন্দা এবং একটি মিডিয়া কোম্পানির পরিচালক সাদ মহসিনি এক টুইট বার্তায় বলেন, তালেবানের সদস্যর তাদের কোম্পানির নিচ তলায় এসে তাদের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে অস্ত্র নিয়ে গেছেন।
খুলনা গেজেট/কেএম