খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

বেনাপোল সীমান্তে ৭৬ কেজি গাঁজা জব্দ

শার্শা প্রতিনিধি

বেনাপোলের রঘুনাথপুর ও স্বরবাংহুদা সীমান্ত থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোন পাচারকারীকে আটক করতে না পারলেও দুইজনকে পলাতক আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় রঘুনাথপুর ও স্বরবাংহুদা গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পলাতক আসামিরা হলেন, রঘুনাথপুর গ্রামের আলী কদরের ছেলে সুমন মিয়া (২০), ও স্বরবাংহুদা গ্রামের মোঃ মিস্টারের ছেলে বকুল হোসেন (২৬) ।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার শান্তি মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা আরো বাড়ানো হয়। পরবর্তীতে সোমবার সন্ধ্যায় রঘুনাথপুর গ্রামের সুমন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ কেজি ও স্বরবাংহুদা গ্রামের বকুলের বাড়ি থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এদের দুজনের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা বলেন, উদ্ধারকৃত গাঁজা ব্যাটালিয়নে জমা করা হয়েছে । এবং গাঁজার মালিক সুমন ও বকুলকে পলাতক আসামি করে বেনাপোল পোর্ট থানায় দুজনের নামে মামলা দেওয়া হয়েছে।

 

খুলনা গেজেট/ কে এম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!