খুলনা, বাংলাদেশ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত ইসলামকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি
  বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খোলার অনুমতি পেল দুদক

বেনাপোল বন্দরে বোমা হামলা, পণ্য লোড আনলোড বন্ধ

বেনাপোল প্রতিনিধি

অভ্যন্তরীন কোন্দলের জের ধরে বেনাপোল বন্দরের ২ নম্বর গেটের সামনে বোমা হামলার ঘটনায় বন্দরের একটি অংশের শ্রমিকরা গোডাউন থেকে মালামাল লোড আনলোড বন্ধ রেখেছে। এর আগে শ্রমিকরা আলাউদ্দিন নামের একজনকে মারধর করে মারাত্মক জখম করে। আলাউদ্দিন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শ্রমিকদের পিটুনিতে তার পা ভেঙে গেছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছে।

এদিকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে আলাউদ্দিনের আটক এবং বিচারের দাবিতে বন্দরের ৯২৫ রেজিষ্ট্রেশন ভুক্ত বিক্ষুব্ধ শ্রমিকরা বন্দরের সামনের প্রধান সড়ক দখল করে বিক্ষোভ মিছিল করে এবং রাস্তা দখল করে রাখে। এ সময় তারা সড়কে ট্রাক আড় করে বেনাপোল চেকপোস্ট থেকে ঢাকাগামী সকল যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেয়। বন্দরের নিরাপত্তা রক্ষায় বন্দরের আনসার সদস্যরা বন্দরের প্রবেশ মুখে তালা ঝুলিয়ে দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি বন্দরের দখল নিতে শ্রমিক নামধারী আলাউদ্দিন বোমা হামলা করলে তাকে পিটিয়ে জখম করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা বন্দরের সামনের সড়ক দখল করে রেখেছে। তবে বন্দরের শ্রমিক সংগঠন ৮৯১ স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যাচ্ছে।

বেনাপোল বন্দরের ৮৯১ নম্বর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক লিটন হোসেন জানিয়েছেন, বন্দরে বিরাজমান গন্ডগোলের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। তাদের শ্রমিকরা লোড আনলোডের কাজ স্বাভাবিক নিয়মে করছে।

বেনাপোল সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দু’পক্ষের দ্বন্দ্বে বন্দরের কাজকর্ম বন্ধ রাখা ঠিক না। তবে অপরাধীর বিচার হওয়া উচিত।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনেছি। এ ঘটনা কারা ঘটিয়েছে আমরা তদন্ত করছি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!