খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

বেনাপোল পৌরসভার নির্বাচন, কাল আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচন উপলক্ষে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার।

সোমবার (১৭ জুলাই) সকাল থেকেই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি বলেন, বেনাপোল পৌরসভার নির্বাচনের কারণে সোমবার আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ। শুধু তাই নয় অত্র পৌর এলাকার সমস্ত স্কুল কলেজ এবং সকল সরকারি দপ্তর ও এর আওতায় থাকবে।

সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, “সোমবার ভোটের কারণে অত্র এলাকায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ভোটের কাজে নিজ নিজ এলাকায় থাকবেন। তাই আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন ওসি আহসান হাবীব।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!