যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে ১১ টি পিস্তল, ২২টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন সারবাংহূদা গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে আনারুল (৩৪), একই গ্রামের সাবেদ বিশ্বাসের ছেলে আলমগীর (৪০) ও বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের এজাবার রহমানের ছেলে সাজ্জাদুল (৩০)। শনিবার ভোরে ঘিবা কাচা রাস্তার পাশ হতে অস্ত্রের চালানটি আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ একটি অস্ত্রের চালান এনে ঘিবা মাদ্রাসার পাশে কাঁচা রাস্তার ধারে অপেক্ষা করছে। এমন সংবাদের বিজিবি রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে সাজ্জাদুল, আনারুল ও আলমগীরকে অস্ত্রের চালানসহ হাতেনাতে আটক করে।
যশোর বিজিবি ক্যাম্পে সাংবাদিক সম্মেলন করে লে. কর্নেল সেলিম রেজা আরও জানান, বিজিবির জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, এ সকল অস্ত্র, গোলবারুদ ও মাদক তারা ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার ভিড়া গ্রামের কোরবান আলি (৩৫) ও লালটু মিয়ার (৩২ ) নিকট থেকে সংগ্রহ করে বাংলাদেশের আনছিল। এগুলো বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের কেরামত মল্লিকের ছেলে মাদক সম্রাট বাদশা মল্লিকের কাছে পৌঁছে দেবার কথা ছিল। তারা চোরাপথে অস্ত্র ও মাদক ব্যবসার কথা স্বীকার করেছে।
আটককৃত অস্ত্র-গুলি ও মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১৮ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে। আটকের পর তিন জনকে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হেড কোয়ার্টার যশোরে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম