বেনাপোল পোর্ট থানা এলাকার বড় আঁচড়া গ্রামের বাইপাস সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতী প্রসাধনীসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তাদের আটক করা হয়।
আটক হওয়া দু’জন হল, বড় আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো: রবিউল ইসলাম ও একই গ্রামের আব্দুর রবের ছেলে মো: মিনারুল ইসলাম কাজল
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেসে করে যাত্রীবেশে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী পাচার করে নিয়ে আসছে দুই ব্যক্তি। এ ধরনের সংবাদের ভিত্তিতে বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে মালামাল ফেলে পাচারের সময় ভারতীয় প্রসাধনীসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত মালামালের মুল্য আড়াই লক্ষ টাকা বলে তিনি জানান।
খুলনা গেজেট/ এসজেড