বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ‘মোংলা কমিউটার’ ট্রেনে কাটা পড়ে আজিজ কালা (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার(১৯ আগস্ট ) সকাল সাড়ে ৯ টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আসমত শেখের ছেলে।
স্থানীয়রা জানান, আজিজ কালা একজন কানে কম শুনা লোক। তিনি কাগজপুকুর বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ‘মোংলা কমিউটার’ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে ট্রেন লাইনের উপর কাউকে দেখতে পেয়ে হুইসেল বাজায়। কিন্তু আজিজ কালা ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে ট্রেন লাইন পার হওয়ার সময় এক পর্যায়ে ট্রেনের নিচে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান ট্রেনের নিচে চাপা পড়ে আজিজ কালা নামে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ের জিআরপি পুলিশ আজিজ কালার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
খুলনা গেজেট/এএজে