খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

বেতন বৈষম্য নিরসন দাবিতে নড়াইলে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নড়াইল প্রতিনিধি

নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে নড়াইলে কর্মরত স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। বৃহস্পকিবার(২৬ নভেম্বর) সকাল থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন শুরু করেছেন।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নড়াইল সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে। এসময় বিভিন্ন দাবি উপস্থাপন করেন এসোসিয়েশনের নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি রাশেদুল হাসান কনক, সহ-সভাপতি মুর্শিদা আক্তার, সাধারণ সম্পাদক রওশন আরা পারভিন প্রমুখ।

বক্তারা বলেন, সরকার স্বাস্থ্য সহকারীদের অবদান হিসেবে ভ্যাকসিন হিরো সম্মানে ভূষিত হন। ১৯৯৮ সালে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও ২০১৮ সালের স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা এবং চলতি বছরের ২০ফেব্রুয়ারী স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক ১১তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেডে বেতন প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা ।

খুলনা গেজেট/এ হোসেন

 

 

 

 

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!