খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

বৃহস্পতিবার এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে বিসিবি

ক্রীড়া ডেস্ক

সিঙ্গাপুরে গতকাল সোমবার তর্জনীতে অস্ত্রোপচার হয়েছে তরুণ উইকেটকিটার-ব্যাটার নুরুল হাসানের। তাই আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তিনি। গত ৩১ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সোহান আঙুলে আঘাত পান। জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলো থেকে বাদ পড়েন।

ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, বাংলাদেশ দলের বেশ কয়েক জন খেলোয়াড় ইনজুরিতে। তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে দল ঘোষণার জন্য সময় বাড়নোর অনুরোধ করে বিসিবি।

সংযুক্ত আরব আমিরাতে ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। আসরের জন্য বৃহস্পতিবারের মধ্যেই দল ঘোষণা করতে পারে বিসিবি।

সোহানের সঙ্গে সিঙ্গাপুরে যাওয়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, অস্ত্রোপচার থেকে সেরে উঠতে সোহানের চার সপ্তাহ সময় লাগবে।

এ ব্যাপারে তিনি বলেন, ‘সোমবার বিকেলে রাফেলস হাসপাতালে সোহানের বাঁ-তর্জনীতে অস্ত্রোপচার হয়। তার সেরে উঠতে আনুমানিক তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।’ আজ মঙ্গলবার তাদের ঢাকায় ফেরার কথা।

এদিকে লিটন দাস হ্যামস্ট্রিং ইনজুরিতে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে না পারা পেসার মুস্তাফিজুর রহমানও চোটে আছেন। অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও পিঠের সমস্যা থেকে এখনো সেরে উঠতে পারেননি।

প্রথম ওয়ানডেতে শরিফুল ইসলাম এবং মুশফিকুর রহিমও যথাক্রমে হাঁটু এবং বুড়ো আঙুলে আঘাত পেয়েছিলেন। যদিও তারা সিরিজে ছিলেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!