এএফসি অ-২০ টুর্নামেন্টের বা্ছাই পর্ব শুরু হয়েছে আজ থেকে। এ গ্রুপের ভেন্যু ভিয়েতনাম। আজ এই গ্রুপের উদ্বোধনী দিনে হাই পংয়ের লাচ ট্রে স্টেডিয়ামে দুটি ম্যাচ।
গুয়াম ও ভূটানের ম্যাচ চলছে। এই ম্যাচটি বৃষ্টির জন্য আধ ঘন্টার বেশি স্থগিত ছিল। এই ম্যাচ বিলম্ব হওয়ায় বাংলাদেশের ম্যাচটি পৌনে এক ঘন্টা পিছিয়ে দিতে বাধ্য হয় আয়োজকরা। বাংলাদেশের ম্যাচ ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। বৃষ্টিতে ম্যাচটি পৌনে এক ঘন্টা পিছিয়ে পৌনে আটটায় পুননির্ধারিত হয়েছে। বাংলাদেশ ভিয়েতনামের চেয়ে এক ঘন্টা পিছিয়ে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হচ্ছে পৌনে সাতটায়।
টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সিরিয়া। ম্যাচ পৌনে এক ঘন্টা পিছিয়ে গেলেও দুই দলের স্কোয়াড অবশ্য চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের অধিনায়কত্ব করছেন মিডফিল্ডার আশরাফুল হক আসিফ। সাফ অ-২০ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলাম আছেন একাদশে। সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলের ছয় জন ছাড়াই বাংলাদেশ ভিয়েতনামে এশিয়ান কাপ বাছাই খেলতে গেছে।
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ গ্রুপের খেলা ভিয়েতনামে অনুষ্ঠিত হবে আগামী ২১-২৯ সেপ্টেম্বর। গ্রুপ-‘এ’তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়াম অ-২০ জাতীয় ফুটবল দল।
খুলনা গেজেট/এএজে