ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে অভিনেতা সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির পর থেকে সিনেমাটি দর্শক হৃদয় স্পর্শ করে গেছে। পাশাপাশি এই তারকা জুটির অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।
বর্তমানে দেশের প্রথম সারির নায়িকাদের একজন শবনম বুবলী। প্রতি ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার কোনো না কোনো ছবি।
ব্যক্তিজীবনে ভীষণ পেশাদারিত্ব বজায় রেখে চলেন বুবলী। এমনকি শুটিং সেটেও ডিসিপ্লিন মেনে চলার সুনাম রয়েছে এই নায়িকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর পেশাদারিত্বের সুনাম শোনা গেছে খলনায়ক মিশা সওদাগরের কণ্ঠে।
নায়িকার প্রশংসায় এই অভিনেতা বলেন, ‘শুটিংসেটে যখন বুবলী বসে থাকে তখন তাকে দেখলে মনে হয় না, যে একজন নায়িকা বসে আছে। বাতাসও মনে হয় ডিস্টার্ব অনুভব করে না বুবলীর কাছে। এত ডিসিপ্লিন তিনি।’
মিশা বলেন, ‘বুবলী মানুষকে সম্মান করতে জানেন। মানুষকে সম্মান করার ব্যাপারটাও কিন্তু অসাধারণ।’
সবশেষ নায়িকার উদ্দেশে কিছু পরামর্শ দিয়েছেন মিশা। তিনি চান, বুবলী যেন মানুষকে ছাড় দেয়। মিশা বলেন, ‘যত বেশি ছাড় দিবা তত ভালো। ছাড় দাও, সব কিছুতে যত বেশি ছাড় দিবা ততোই ভালো থাকবা। জীবনতো একটাই, ছাড় দাও।’
খুলনা গেজেট/জেএম