দেশে কারফিউ’র মেয়াদ বেড়েছে আরও দু’দিন। আগামীকাল বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। প্রায় পুরো সপ্তাহজুড়েই কারফিউর অধীনে থাকছে দেশ। গেল শুক্রবার রাত থেকে বাংলাদেশে কারফিউ জারি রয়েছে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে সারাদেশেই নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়। কোটা সংস্কারের দাবিতে সংঘর্ষ শুরু হয় গেল সোমবার থেকে। এরপর বাড়তে থাকে নিহতের সংখ্যা। পরে উদ্ভূত পরিস্থিতিতে গেল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করা হয়। এটি বলবৎ থাককালে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী।