বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। হামিদুর রহমান ১৯৫৩ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আক্কাস আলী ও মা মোছা. কায়মুন্নেসা।
সেনাবাহিনীর সিপাহি পদে ১৯৭০ খ্রিষ্টাব্দে যোগ দেন হামিদুর রহমান। পরের বছরের অক্টোবরে তিনি ১ম ইস্টবেঙ্গলের সি কোম্পানির হয়ে ধলই সীমান্তের ফাঁড়ি দখল অভিযানে অংশ নেন। ১৯৭১ খ্রিষ্টাব্দের এই দিনে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্তে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।
মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়, এর মধ্যে অন্যতম ছিলেন হামিদুর রহমান। শুধু তাই নয়, মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান এই সাতজনের মধ্যে সর্বকনিষ্ঠ।
খুলনা গেজেট/এনএম