খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

বিষ দিয়ে ধরা ১৩ মন চিংড়ি সহ আটক ২

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা সুন্দরবন এলাকা থেকে বিষ দিয়ে ধরা ১৩ মন চিংড়ি মাছ সহ ২ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কয়রা থানা পুলিশ। সোমবার ২৮ আগস্ট ভোর ৬ টায় উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বিনাপানি স্লুইচ গেট সংলগ্ন এলাকা হতে অবৈধ চিংড়ি মাছ সহ বিনাপানি গ্রামের শফিকুল বিশ্বাসের পুত্র হাসানুজ্জামান ওরফে কলিম(৩৫) ও পাথরখালী গ্রামের হযরত মোল্যার পুত্র আব্দুল্যাহ আল মামুন(২৫) আটক করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ মিজানুর রহমান বলেন, নৌকা নিয়ে এসে ৯ টি বস্তা ও ৩ টি ক্যারেটে রাখা অবস্থায় মাছ সহ তাদের আটক করা হয়েছে। এ সময় নৌকা নিয়ে অন্যরা নদীতে পালিয়ে যায়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আসামীদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!