খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

বিশ্ব ক্যান্সার দিবসে সাতক্ষীরায় ক্যান্সার হাসপাতালের ফলক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

“আসুন কমাই সেবার ব্যবধান” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শনিবার (৪ ফেব্রুয়ারি) র‌্যালী, আলোচনা সভা ও শহরের অদূরে বিনেরপোতা এলাকায় ক্যান্সার হাসপাতালের ফলক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যান্সার হাসপাতালের ফলক উন্মোচন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে দিবসটি উপলক্ষে এ দিন সকালে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতায় ক্যান্সার ওয়েলফেয়ার এন্ড রিসার্স সেন্টার থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।

হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডা. মনোয়ার হোসেন’র সভাপতিত্বে ফলক উন্মোচন শেষে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মহিদ বুলু, ডা. সুশান্ত ঘোষ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানাজী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান, ডা.সুমন কুমার দাশ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত, ডা. সুব্রত ঘোষ, ক্যান্সার পেশেন্ট মকবুল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি এমপি রবি বলেন, এই প্রথম সাতক্ষীরায় নির্মিত হচ্ছে ক্যান্সার হাসপাতাল। আর এই মহৎ উদ্যোগ নিয়েছেন ডা. মনোয়ার। তার এই উদ্দেশ্য ও মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তার এই মহৎ উদ্যোগে সকলকে শামিল হতে হবে। তিনি আরও বলেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই জরুরী। আমি চাই সাতক্ষীরার একটি মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। সাতক্ষীরার ডাক্তাররা উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যে কারণে আমাদের বাহিরের জেলার মানুষও এই জেলায় চিকিৎসা সেবা নিতে আসছেন। দেশের ১৭ কোটি মানুষের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণ করে দিচ্ছেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!