আবারও করোনায় রেকর্ড মৃত্যু দেখলো বিশ্ব। বুধবার টানা দ্বিতীয় দিনের মতো প্রাণহানি ছিল সাড়ে ১০ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৮শ’ জনের। ফলে এ পর্যন্ত মোট প্রাণহানি ১৩ লাখ ৫৪ হাজার ছুঁইছুঁই।
নতুন করে ৬ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মোট সংক্রমিত ৫ কোটি সাড়ে ৬৫ লাখ।
এদিনও মৃত্যু ও সংক্রমণে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। জুলাইয়ের পর প্রথম, একদিনে সাড়ে ১৮শ’র বেশি মৃত্যুতে দেশটিতে প্রাণহানি ২ লাখ ৫৬ হাজারের বেশি। মোট আক্রান্ত এক কোটি পৌনে ১৯ লাখের মতো।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৭শ’র বেশি মানুষ মারা গেছে ব্রাজিল আর ইতালিতে। ৬ শতাধিক মৃত্যুর রেকর্ড করেছে পোল্যান্ড-ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে করোনায় মৃত্যু ১ লাখ ছুঁইছুঁই মেক্সিকোতে। সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৫শ মৃত্যু হয়েছে যুক্তরাজ্য, ইরান, রাশিয়া, ফ্রান্স ও স্পেনে।
খুলনা গেজেট/কেএম