বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা ২৭ লাখ ৩৫ হাজারের কাছাকাছি। এ সময় মোট শনাক্ত ১২,৪১,৬৯,২১৯ জন। গত ২৪ ঘণ্টায়ও (সোমবার) ৭ হাজারের বেশি মানুষ মৃত্যু হয়েছে এই ভাইরাসে।
মৃত্যু-সংক্রমণে এখনও শীর্ষ অবস্থানে ব্রাজিল। সোমবারও ১৬শ’র কাছাকাছি মৃত্যুতে লাতিন দেশটির মোট প্রাণহানি দু’লাখ ৯৬ হাজারের মতো। নতুনভাবে ৫৩ হাজারের ওপর মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিডের সংক্রমণ।
দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৬শ’ মানুষের মৃত্যুতে যুক্তরাষ্ট্রেও মোট প্রাণহানি ৫ লাখ ৫৬ হাজার ছাড়াল। রাশিয়া-ফ্রান্স-ইতালিতে ৪শ’র কাছাকাছি মৃত্যু রেকর্ড করা হল একদিনে।
এদিকে, নতুনভাবে ৪ লাখের ওপর মানুষের শরীরে মিলল কোভিড নাইনটিন। বিশ্বে মোট সংক্রমিত ১২ কোটি ৪২ লাখের ওপর।
খুলনা গেজেট/কেএম