খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। শুক্রবার (৮ মার্চ) আরেক দফা বেড়েছে নিরাপদ আশ্রয় ধাতুটির দর। এতে মূল্যবান সম্পদটির মূল্য সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসের শেষ ভাগে চাকরির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর আগে চাউর হয়েছে, আগামী জুনে সুদের হার কমাবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২১৬৮ ডলার ২৮ সেন্টে। দিনের শুরুতে যা ছিল প্রায় ২১৭১ ডলার।

একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২১৭৫ ডলার ৫০ সেন্টে। এখন পর্যন্ত ইতিহাসে যা সবচেয়ে বেশি। অর্থাৎ এর আগে স্বর্ণের দর কখনও এত দেখেননি বিশ্ববাসী।

২০২৩ সালের ডিসেম্বরের শুরুতে বিশ্ববাজারে হু হু করে বাড়ছিল স্বর্ণের মূল্য। গত ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্সের দর দাঁড়ায় ২১৫২ ডলারে। সর্বকালে যা ছিল সর্বোচ্চ। এবার সেই নজিরও চুরমার হয়ে গেলো।

সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে ৪ দশমিক ১ শতাংশ। সাপ্তাহিক হিসাবে গত মধ্য-অক্টোবরের পর তা সর্বাধিক বৃদ্ধি। দৈনিক হিসাবে অবশ্য তুলনামূলকভাবে কম।

ব্যাংক অব আমেরিকার গুরুত্বপূর্ণ ধাতু গবেষণার প্রধান মাইকেল উইডমার বলেন, স্বর্ণের চাহিদা ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। আগামী দিনে এই ধারা অব্যাহত থাকার ভালো সম্ভাবনা রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!