খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ১১ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ১১ লাখ ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯০ লাখের বেশি। এর মধ্যে সুস্থ হয়েছে ২ কোটি ৯২ লাখ মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) ভোর রাত ৩ টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৭৬ হাজার। মৃতের সংখ্যা ১১ লাখ ৭৮১ জন আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৮২ হাজার মানুষ।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ২ লাখ ২২ হাজারের বেশি। শনাক্ত ৮১ লাখের বেশি। মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে দেড় লাখেরও বেশি মানুষের প্রাণ গেছে করোনায়, শনাক্ত ৫১ লাখ।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ১২ হাজারের বেশি। দেশটিতে শনাক্তের সংখ্যা ৭২ লাখ ছাড়িয়েছে। এছাড়া, ইউরোপজুড়ে ২ লাখ ৩৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোরোনাভাইরাস।

গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়, পরে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। একে কোভিড-১৯ নাম দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!