নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই বড় ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। আইসিসির সহযোগী দেশটিকে ক্লিন সুইপ করে বাংলাদেশকে টপকে ইংলিশরা এখন ওয়ানডে সুপার লিগের শীর্ষে।
বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট এখন ১২৫। দুইয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ১২০।
স্থানীয় সময় বুধবার সিরিজের শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠ ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিক নেদারল্যান্ডস। ২৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে জেসন রয় ও জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩০.১ ওভারে দাপুটে জয় তুলে নেয় ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে ডাচ ওপেনার ম্যাক্স ওডাউড ৬৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন। অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে আসে ৭২ বলে ৬৪ রান। ব্যাস ডি লিডে করেন ৭৮ বলে ৫৬ রান। ৪৯ ওভার ২ বল খেলে ২৪৪ রান তুলে অলআউট হয় স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করলেও দলীয় ৮৫ রানে ২ উইকেট হারিয়ে ধাক্কা খায় ইংল্যান্ড। ইংলিশ ওপেনার ফিল সল্ট ৩০ বলে ৪৯ রান করে ফিরেন। তার আউট হওয়ার পর ২ বল খেলে কোনো রান না করেই ফিরে যান ডাউয়িড মালান। এরপর আর পেছনে তাকাতে হয়নি সফরকারীদের।
জেসন রয়ের ৮৬ বলে ১০১ এবং অধিনায়ক জস বাটলারের ৬৪ বলে ৮৬ রানের ঝোড়ো ব্যাটিংয়ে জয় পেয়ে যায় ইংলিশরা। এ দুজনই ঝড় তোলেন ডাচ বোলারদের ওপর। ১৬৩ রানের জুটি গড়েন তারা।
১০১ রানে অপরাজিত জেসন রয় পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ৮৬ রানে অপরাজিত থাকা জস বাটলার জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৪৯৮ রানের বিশ্বরেকর্ড গড়ে সহজ জয় তুলে নেয় ইংল্যান্ড। পরের ম্যাচে ২৩৫ রান টপকে যায় মাত্র ৩৬ ওভারে।