টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে বিদায় নিলেও খালি হাতে দেশে ফিরছেন না টাইগাররা। আর্থিক পুরস্কার হিসেবে সাকিববাহিনী পাচ্ছে দেড় কোটি টাকা।
ঘোষণা অনুযায়ী, এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ৮ কোটি টাকা। আসরে সব মিলিয়ে মোট ৫.৬ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা) পুরস্কার দেওয়া হবে।
আসরে সুপার টুয়েলভ পর্বে সরাসরি খেলা ৮ দল পাবে ৭০ লাখ টাকা করে। আর এই পর্বে প্রতি ম্যাচ জয়ে দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে। ফলে বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে প্রায় দেড় কোটি টাকা পাচ্ছে।
টাইগাররা সেমিফাইনালে উঠলে টাকার অঙ্ক আরও বাড়তো। কারণ সেমিতে ওঠা প্রতিটি দল পাবে ৪ কোটি টাকা করে।