খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

বিশালের গীতিকবিতায় মুনতাসিরের সুরে গাইলেন শ্রীকান্ত

বিনোদন ডেস্ক

ঈদ আয়োজনে বাংলাদেশ থেকে প্রকাশ হলো উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের গান। শিরোনাম ‘তোমার ভালো মন্দে’। ওমর ফারুক বিশালের গীতিকবিতায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসির তুষার। সোমবার দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশ পায় শ্রীকান্তের কণ্ঠের এই গান।

কাপ্তাই ও চট্টগ্রামের মনোরম দৃশ্যায়নে নির্মিত হয়েছে এই গানের গল্পনির্ভর ভিডিও। এটি নির্মাণ করেছেন শিহাব শিকদার। এতে মডেল হয়েছেন তানভীর রিদম ও ইভা। আছে শ্রীকান্ত আচার্যের উপস্থিতিও।

‘ভালো লাগে খুব খোলা আকাশ/সন্ধ্যে নামা ছাদে/তুমি হাসো তাই সন্ধ্যে বেলার/তারা কিংবা চাঁদে/ডুবে থাকে তাই ভাবনা আমার/উড়ু হাওয়ার ছন্দে/জুড়ে দিয়ে সব জমানো প্রেম/তোমার ভালো-মন্দে/তুমি তুমি হাসো গদ্যে আমার/তুমি ভাসো পদ্যে/তুমি ছাড়া কিছু পাইনি পড়ে গীতাঞ্জলির মধ্যে’- এমন কথার ‘তোমার ভালো মন্দে’ শিরোনামের গানটি গাওয়া প্রসঙ্গে সংগীতজ্ঞ শ্রীকান্ত আচার্য বলেন, ‘করোনা পরিস্থিতিতে কোনো ধরনের রেকর্ডিং করবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। বেশকিছু গানের অফার ফিরিয়েও দিয়েছি। এর মধ্যে এই গানটিও একটি। কিন্তু পরবর্তীতে গানটির কথা-সুর নিয়ে অনেক ভেবেছি এবং একটা মুগ্ধতা তৈরি হয়। অর্থাৎ অসম্ভব ভালোলাগা থেকেই গানটি গাওয়া। গানের গল্পটা আমায় বেশ মুগ্ধ করেছে। সুরও ষোলোআনা আমাকে ভেবেই করেছে মুনতাসির তুষার। এককথায়, চমৎকার কথা-সুরের গান ‘তোমার ভালো মন্দে’। গানটির গীতিকবি ও সুরকার দু’জনের জন্যই আমার শুভ কামনা।’

শ্রীকান্ত আচার্য আরও বলেন, ‘মুনতাসির মেধাবী ছেলে। তার সঙ্গে আমার গানবিষয়ক বোঝাপড়া বেশ ভালো। ওর কাজ আমার ভালোই লাগছে। তার তৈরি ঐতিহাসিক একটি গানও গেয়েছি। সামনে সেটি আসবে। আসুন, সবাই ভালো গান শুনি, ভালো গানের সঙ্গে থাকি। ঈদ আনন্দে বাংলাদেশের শ্রোতাদের ‘তোমার ভালো-মন্দে’ গানটি শোনার বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি দুই বাংলার শ্রোতাদের ঈদের শুভেচ্ছা।’

এই গান প্রসঙ্গে মুনতাসির তুষার বলেন, ‘গীতিকবি বিশাল’র এ লিরিকটি আমারও বেশ পছন্দের। আমি পড়ামাত্রই বুঝতে পেরেছিলাম শ্রীকান্তদা পছন্দ করবেন। এরপর আমিও চেষ্টা করেছি, দাদাকে ভেবে সুর করার। প্রত্যাশানুরূপ আমার সুরেও সবুজ সংকেত দিলেন। আর উনাকে পছন্দ করাতে পারাটা আমার জন্য অনেক বেশি আনন্দের, গর্বের। এখন শ্রোতাদের ভালো লাগলেই আমাদের এই প্রয়াস সার্থক। আর সবসময়ই মৌলিক গান করতে চাই। সব ঘরানার গান করতে চাই। অবশ্য, মৌলিক গানের চর্চার মাধ্যমে ঐতিহ্যবাহী বাংলা গানের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাব।’

শ্রীকান্ত আচার্যের সঙ্গে কাজ করতে পারায় ভীষণ উচ্ছ্বসিত গীতিকবি ওমর ফারুক বিশাল। তিনি বলেন, ‘শ্রীকান্ত আচার্যের (দাদা) মতো উপমহাদেশের একজন সংগীতজ্ঞের জন্য গান লিখতে পারাটা যে কারও জন্যই আনন্দের। আমি তো বটেই। তিনি আমার গীতিকবিতার প্রশংসা করেছেন, এটাই আমার বড় প্রাপ্তি। এই প্রাপ্তিগুলোকে সঙ্গী করে ভালো গান লেখার চর্চাটা অব্যাহত রাখতে চাই। আর গানটি প্রযোজনা করার জন্য জি সিরিজ ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি নিঃসীম কৃতজ্ঞতা।’

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!