খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

বিয়ের দাবিতে উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে অনশনে তরুণী

গেজেট ডেস্ক

কুষ্টিয়ায় বিয়ের দাবিতে উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে অনশনে বসেছেন এক তরুণী (২০)। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের গাড়িচালক রাব্বি আহমেদ ইমরানকে বিয়ের দাবিতে ওই তরুণী অবস্থান করছেন। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অফিস ছেড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রাব্বি আহমেদ ইমরান উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের গাড়িচালক। রাব্বি বরিশালের পিরোজপুর এলাকার বাসিন্দা। ওই তরুণী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। তিনি নৃত্যশিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে এক তরুণী সড়ক অফিসে বিয়ের করার জন্য অনশন করছেন। তিনি মিরপুর থেকে এসেছেন। গাড়িচালক রাব্বির সাথে দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে।

অনশনরত ওই তরুণী বলেন, আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নৃত্য করি। আমি একজন নৃত্যশিল্পী। রাব্বির সাথে একটা অনুষ্ঠানে আমার পরিচয় হয়। এরপর মোবাইলে আমাদের প্রেমের সম্পর্ক হয়। দুই বছর ধরে আমাকে শহরের বিভিন্ন জায়গায়, আবাসিক হোটেলে ও ভাড়া বাসায় রেখেছে। আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। স্বামী-স্ত্রীর মতো আমরা একসঙ্গে থেকেছি। আমাকে বিয়ের ছলনা দিয়ে সে এতদিন সম্পর্ক করেছে। সে এখন বিয়ে করতে রাজি না। আমার সাথে প্রতারণা করছে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।

তিনি আরও বলেন, রাব্বির সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমি আমার প্রথম স্বামীকে তালাক দিয়েছি। সে প্রলোভন দেখিয়ে আমাকে ভোগ করেছে। এখন বিয়ে করতে রাজি না সে। আজকে আমি অসহায় হয়ে এখানে এসেছি বিয়ের দাবিতে। সে আমার একটি বাচ্চাও নষ্ট করেছে। সে বলেছে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কিন্তু এখন নানা তালবাহানা করছে। আমি রাব্বিকেই বিয়ে করব। তা না হলে আমি আত্মহত্যা করব।

এ বিষয়ে কথা বলার জন্য গাড়িচালক রাব্বি আহমেদ ইমরান ও উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!