কলম্বিয়ার আমাজন জঙ্গলে বিমান বিধ্বস্ত হওয়ার ৩৯ দিন পর শুক্রবার চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানায়, ১ মে বিধ্বস্ত হওয়া বিমানে ছিল ১৩, ৯, ৪ ও ১ বছর বয়সী চার সহোদর। আকাশযানটিতে শিশুদের মা, একজন পাইলট ও সহ-পাইলটসহ সাত আরোহী ছিল।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিশুদের মাসহ তিনজনের প্রাণহানি হয়।
প্রেসিডেন্ট গুস্তাভো বলেন, কয়েক সপ্তাহ ধরে খোঁজাখুঁজির পর শিশুদের পাওয়া পুরো দেশের জন্য আনন্দের বিষয়।
তিনি উদ্ধারের দিনটিকে ‘জাদুময় দিন’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘এই শিশুরা আজ শান্তির শিশু ও কলম্বিয়ার সন্তান।’
শিশুদের দেখভাল করা কিছু সেনা ও আদিবাসী গোষ্ঠীর সদস্যদের ছবি প্রকাশ করে পেত্রো।
কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে। তার দাদার সঙ্গে তিনি (প্রেসিডেন্ট) কথা বলেছেন।
খুলনা গেজেট/এসজেড