রাজধানী ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহীসহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (০৫ এপ্রিল) রাত ৯টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিকিম থেকে ২৬ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, ভুটান ও চীনে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আহসান বলেন, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার দূরে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূকম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ভূ-পৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল ৮ দশমিক ৪ কিলোমিটার।
তবে এ ভূমিকম্পে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
খুলনা গেজেট/ এস আই