খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আয়ে ঘাটতি ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা, আদায় ৩ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি টাকা

বিপিএল : সিলেট পর্ব শেষে কোন দলের কী অবস্থা

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচে তিন জয়—এমন নিখুঁত পরিসংখ্যান নিয়েই ঢাকা থেকে সিলেটে যায় রংপুর রাইডার্স।

তিনে তিন নিয়ে আরেকটি দলও সিলেটে গিয়েছিল। সেই দলটির নাম ঢাকা ক্যাপিটালস। তিন জয় নয়, তিন হার নিয়েই ঢাকা ছেড়েছিল দলটি।

সিলেট পর্ব শেষেও পয়েন্ট তালিকার বিপরীত মেরুতে থেকেই চট্টগ্রামে যাচ্ছে রংপুর ও ঢাকা। রংপুর তো অজেয়ই রইল। কাল রাতে রোমাঞ্চকর ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা সপ্তম জয় পেয়েছে রংপুর। তাতে সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সেরা চারে থেকে প্লে-অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি।

পয়েন্ট তালিকায় রংপুরে বিপরীত প্রান্তে অবস্থান করা ঢাকা ক্যাপিটালস ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারার পর সিলেটেও হারে প্রথম তিন ম্যাচে। টানা ছয় ম্যাচ হারার পর সপ্তম ম্যাচে প্রথম জয় পেয়েছে দলটি। ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাওয়া দলটিকে স্মরণীয় এক জয়ই এনে দিয়েছেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান। দুই ব্যাটসম্যানই পেয়েছেন সেঞ্চুরি। তাতে বিপিএল রেকর্ড ২৫৪ রান তোলে ঢাকা। এরপর দুর্বার রাজশাহীকে ১০৫ রানে অলআউট করে ১৪৯ রানে জিতে বিপিএলে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ে দলটি।

বিপিএল প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে। তবে সব দল সমান ম্যাচ খেলেনি। তাই পয়েন্ট তালিকায় শুধু পয়েন্টের ঘরে তাকালে কিছুটা ভুল বোঝাবুঝি হতেই পারে। রংপুর ও ঢাকা ৭টি করে ম্যাচ খেলে ফেললেও চিটাগং কিংস খেলেছে মাত্র ৪টি ম্যাচ। তবে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম পর্বে পাঁচটি ম্যাচ খেলবে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি।

পয়েন্ট তালিকা (সিলেট পর্ব শেষে)
দল ম্যাচ জয় হার পয়েন্ট নে.রা.রে.
রংপুর রাইডার্স ৭ ৭ ০ ১৪ ‍+১.৫৪২
চিটাগং কিংস ৪ ৩ ১ ৬ ‍+১.৩২৩
ফরচুন বরিশাল ৫ ৩ ২ ৬ ‍+০.৮৩৮
খুলনা টাইগার্স ৫ ২ ৩ ৪ ‍+০.১৩০
সিলেট স্ট্রাইকার্স ৬ ২ ৪ ৪ –১.২৫৪
দুর্বার রাজশাহী ৬ ২ ৪ ৪ –২.১১৭
ঢাকা ক্যাপিটালস ৭ ১ ৬ ২ –০.০৯৭

সিলেট পর্ব শেষে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে চিটাগং কিংস। এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও ৬। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় দুইয়ে চিটাগং কিংস। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে খুলনা টাইগার্স। ৬ ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও ৪ করে। এই দুই দল আছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। তলানির দল ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট সাত ম্যাচে ২।

ঢাকা ও সিলেটে দুটি করে ম্যাচ খেলা চিটাগং কিংস জিতেছে শেষ তিনটি ম্যাচেই। জয়ের এই ধারা ধরে রেখে মোহাম্মদ মিঠুনের দল চাইবে চট্টগ্রামেই প্লে-অফ নিশ্চিত করে ফেলতে।

সিলেটে ১০০ ভাগ জয় পেয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং কিংসই। অন্য পাঁচটি দলই হেরেছে অন্তত একটি ম্যাচ। সিলেটে জয়হীন দল একটিই—খুলনা টাইগার্স। সিলেটে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে ঢাকায় দুই ম্যাচে দুটিতেই জেতা মেহেদী হাসান মিরাজের দল।

ঢাকা ক্যাপিটালসের কথা তো আগেই বলা হয়েছে। সিলেটে গিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্সও। ঢাকায় একটি ম্যাচ খেলা সিলেট ঘরের মাঠেও প্রথম দুটি ম্যাচ হেরেছিল। এরপর ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয়ের দেখা পাওয়া দলটি পরের ম্যাচে হারিয়েছে খুলনা টাইগার্সকে। কাল ঘরের মাঠে শেষ অবশ্য চিটাগং কিংসের কাছে হেরে গেছে সিলেটিরা।

সিলেট পর্বের মতো চট্টগ্রাম পর্বেও হবে ১২টি ম্যাচ। সেই পর্ব শেষেই মোটামুটি নিশ্চিত হয়ে যাবে শেষ চারে থেকে কারা প্লে-অফে যাচ্ছে তা।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!