খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত যুবক, হাসপাতালে মরদেহ নড়ে উঠার দাবি স্বজনদের

মোংলা প্রতিনিধি

মোংলায় বৈদ্যুৎস্পৃষ্ট হয়ে আলতাফ মাল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথাবলে জানাযায় বৃহস্পতিবার (২মে) সকালে পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার মৃত আকাব্বার মালের ছেলে মো. আলতাফ মাল (৪৩) নিজ বাড়িতে কারেন্টের বোর্ডে মটরের সুইচের সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন। এমন সময় বৈদ্যুতিক শখ খেয়ে তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

বাড়ির লোকজনেরা তাকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মেহেদি ইসিজি সম্পন্ন করে তাকে মৃত ঘোষণা করেন।

তবে আলতাফ মাল এর মরদেহ জরুরি বিভাগে থাকা অবস্থায় রোগীর স্বজনরা মরদেহ নড়ে উঠেছে দাবী করলে কর্তব্যরত চিকিৎসক পুনরায় ইসিজি করেন এবং মৃত দেখতে পান। চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে দাবী করে রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসকের সাথে বাক-বিতন্ডে জড়িয়ে পড়েন।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিষয়টি মোংলা থানায় অবহিত করলে রামপাল-মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুশফিকুর রহমান তুষার এবং মোংলা থানার অফিসার ইন চার্জ কে এম আজিজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কর্তব্যরত চিকিৎসকের সাথে রোগীর স্বজনদের উত্তপ্ত বাক্য বিনিময় হলেও হাসপাতালে কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. শাহিন হাসান জুয়েল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষের মৃত্যু হলে হার্টের ভেতর থাকা রক্ত তাৎক্ষণিক জমে যায়৷ মৃত্যুর ৪ ঘন্টার ভেতর হার্টে জমাট বাঁধা রক্ত ছেড়ে দেয়ার ফলে ও মাসল নরম হয়ে যাবার ফলে আকস্মিকভাবে মরদেহের হাত-পা কেঁপে উঠতে পারে। আলতাফ মালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!