খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট
  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার

বিজয় দিবসের কুচকাওয়াজে পাইওনিয়ার ও গভঃ হাইস্কুলের শ্রেষ্ঠত্ব অর্জন

একরামুল হোসেন লিপু

খুলনা জেলা প্রশাসন আয়োজিত ৫৩ তম মহান বিজয় দিবসের কুচকাওয়াজ প্রদর্শন ক্যাটাগরিতে খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও গভঃ ল্যাবরেটরি হাই স্কুল প্রথমবারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন। অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গালর্স গাইডসহ অন্যন্যরা অংশগ্রহণ করেন। এতে অংশ নিয়ে প্যারেড ও কুচকাওয়াজ প্রদর্শন ক্যাটাগরিতে দৃষ্টি নন্দন ও বর্ণাঢ্য প্যারেড প্রদর্শন করে ১ম স্থান অধিকার করেছে খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে গভঃ ল্যাবরেটরি হাই স্কুল । অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগী ও প্রতিষ্ঠানের হাতে সম্মননা স্মারক তুলে দেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান,পিপএম-সেবা।

মাধ্যমিক পর্যায়ে কুচাওয়াজে প্রথমবারের মতো খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং গভঃ ল্যাবরেটরি হাই স্কুল দ্বিতীয় স্থান অধিকার করায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শারমিন আক্তার ও মুন্সি ছালাহউদ্দিন জুন্নুর তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন, প্রতিষ্ঠানের সকল শিক্ষকের চেষ্টা আর শিক্ষার্থীদের নিবেদিত পরিশ্রমের ফল আজকের এই বিজয় দিবসের অর্জন। কুচাকওয়াজে অংশগ্রগণকারী শিক্ষার্থীরা তাদের সেরাটা উপহার দেওয়ায় এ অর্জন সম্ভব হয়েছে। এ অর্জনে তারা অংশগ্রহণকারী শিক্ষার্থী-শিক্ষকসহ সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!