বিজয়ের ৫০ বছর উদযাপনে যশোর জেলা ও উপজেলায় ২১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীকাল থেকে পৌরপার্কে ‘মুক্তিযুদ্ধে যশোর রোড’ শিরোনামে আর্টক্যাম্পের মাধ্যমে গোটা কার্যক্রমের উদ্বোধন হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে, পাঁচ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক সমাবেশ ও যশোর মুক্ত দিবস উপলক্ষে বিজয় উৎসব অনুষ্ঠিত হবে। এর উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এসব অনুষ্ঠান চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোরের সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উৎসবের চেয়ারম্যান হাবিবা শেফা, সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, ভাইস চেয়ারম্যান দীপংকর দাস রতন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক সাজেদ রহমান, সাংস্কৃতিক উৎসবের অর্থ সম্পাদক তরিকুল ইসলাম তারু, অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু প্রমুখ। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/ টি আই