বাগেরহাটের চিতলমারীতে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন।
বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে শেরে বাংলা ডিগ্রি কলেজ ‘বিদ্যুৎ সাশ্রয়ী ও পানির অপচয় রোধে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পানির ট্যাংক পূর্ণকরণ’ প্রজেক্ট উপস্থাপন করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান। এছাড়া এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রজেক্ট উপস্থাপন করেন প্রভাষক মোঃ জসীম উদ্দীন, প্রদর্শক মোঃ কাজী শফিউল্লাহ, শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম, মিতালী, মোঃ সোয়েব ও সম্রাট।
খুলনা গেজেট/এ হোসেন