খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

বিজিবির অভিযানে নারীসহ আটক ৯

জীবননগর প্রতিনিধি

জীবননগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি) এর অভিযানে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের অপরাধে নারীসহ নয়জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নবদূর্গাপুর থেকে তাদেরকে আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধিনস্ত জীবননগর বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা উপজেলার নবদূর্গাপুর (আটপিকে) থেকে পাঁচজন পুরুষ, চারজন নারীসহ নয় বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের প্রবেশ করার অপরাধে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন,বাগেরহাট জেলার শরণখোলা থানার হোন্দাঘাটা গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে মোঃ সোলেমান খান (৪২), একই থানার পশ্চিমখাদা গ্রামের মোঃ বাহাদুর খানের ছেলে মোঃ সবুর খান (২৩), পূর্ব খুন্তাকাটা গ্রামের মৃত নুর ইসলাম খানের মেয়ে মোছাঃ সালমা বেগম (৩০), যশোর জেলার ঝিকরগাছা থানার আমিনী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ ইমন হোসেন (১৯), একই জেলার বাঘারপাড়া থানার মাইঝালী গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে মোঃ মোজাম্মেল হোসেন (৪০), ফরিদপুর জেলার সালতা থানার ফুলবাড়ীয়া গ্রামের মোঃ সামাদ শেখের মেয়ে রোমা শেখ (২৪), একই গ্রামের মোঃ পান্নু শেখ এর মেয়ে মোছাঃ অন্তরা শেখ (১৮), শরীয়তপুর জেলার পালং থানার চরযাদবপুর গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ এনায়েত হোসেন (৩৮) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ছোটঘাটপাড়া গ্রামের মৃত বিলাত আলীর মেয়ে মোছাঃ সোহাগী (৩০)।

আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের প্রবেশ চেষ্টা করার ও অবৈধভাবে সীমান্ত পারাপার করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় জীবননগর থানায় মামলা দায়ের করে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!