খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে কালিয়া উপজেলার ১২ ইউপির ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গননা

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার ১২ টি ইউনিয়নে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে গণনা। কে হাসবেন শেষ হাসি তার জন্য অপেক্ষ করতে হবে আরও কয়েক ঘন্টা। এ দিকে কালিয়ায় উপজেলার নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা দুটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

রোববার দুপুর ১২টার দিকে খাশিয়াল ইউনিয়নের টুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ও দুপুর দুইটার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাশিয়াল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী হালিমা বেগমের সমর্থকেরা টুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে লাঠিসোঁটা নিয়ে ঢোকার চেষ্টা করে। অতিরিক্ত পুলিশ এসে ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভোটাররা ভয়ে ছোটাছুটি করে। এ ঘটনায় তিনজন আহত হন। এদিকে বোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার রযিউল হাসানের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে পড়ে। তারা ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হাসানের সমর্থকেরা জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কালিয়ার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোখসানা খাতুন জানান, এতে ভোটগ্রহণ স্থগিত হয়নি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!