খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) নগরীর আটরা গিলাতলা আফিল গেটস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়েছে বিকেএসপি। অন্য ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে মুক্ত বাংলা সংস্থা ও নিউ একতা ক্লাব।
বিকেল ৩টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে মুক্ত বাংলা সংস্থা ও নিউ একতা ক্লাব। খেলাটি ১-১ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়েছে। খেলার ১৯ মিনিটের সময় নিউ একতা ক্লাবের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় সোয়েব গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু সে গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২৩ মিনিটের সময় মুক্ত বাংলার ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় মিনহাজুর রহমান রনি গোল করে খেলায় সমতা আনে। বিরতী থেকে ফিরে আবারও উভয় দল জয়ের আশায় আক্রমণ শুরু করে। তবে আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় তাদের সে ইচ্ছা পুরণ হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ২ খেলায় মুক্ত বাংলার ৪ পয়েন্ট এবং নিউ একতার পয়েন্ট ২। খেলায় রেফারী ছিলেন মাহবুবুর রহমান, অপুর্ব মল্লিক, সাইফুল ইসলাম ও রমজান আলী।
বিকেল সোয়া ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বিকেএসপি বনাম বিএফএফ একাদশ। খেলায় বিকেএসপি ২-০ গোলে বিএফএফ একাদশকে পরাজিত করে। খেলার ১৪ মিনিটের সময় বিকেএসপি’র ২৩নং জার্সি পরিহিত খেলোয়াড় ইমন গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পিছিয়ে থেকে বিরতীতে যায় বিএফএফ। বিরতী থেকে ফিরে আবারও আক্রমণ শুরু করে বিকেএসপি। ৫৫ মিনিটের সময় ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ গোল করে দলের স্কোর ২-০ করে। খেলায় রেফারী ছিলেন কামাল হোসেন, সাইফুল ইসলাম, আবু বক্কর ও সৌরভ।
শনিবার (১৫ অক্টোবর) বিকেএসপি মাঠে ৩টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর পৌনে ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করবে শেরে বাংলা স্মৃতি সংসদ বনাম খুলনা মেট্রোপলিটন পুলিশ ক্লাব। দুপুর আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মিলান ক্লাব ও সান স্পোটিং ক্লাব। বিকেল ৪টায় দিনের তৃতীয় ম্যাচে লড়াই করবে ইয়ং ব্রাদার্স ইউনিয়ন এবং এজাজ ফুটবল একাডেমি। মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।
খুলনা গেজেট/ টি আই