ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বিএসএফ বলছে, তিনি গরু পাচারকারী। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। তবে তিনি বাংলাদেশের নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতের শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের মুড়িখাওয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
যুবকের সঙ্গে এ সময় গুলিতে একটি গরুও মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরও একটি গরু। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এ ঘটনার জেরে স্থানীয়রা বিক্ষোভ দেখালে ঘটনাস্থলে পৌঁছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে গ্রামবাসী গুলির শব্দ শুনতে পান। পরে জানা যায়, তিনটি গরু নিয়ে ভারত থেকে এক যুবক বাংলাদেশের যাওয়ার সময় বিএসএফের গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের।
বিএসএফের দাবি, ওই যুবকের কাছে একটি দেশি ওয়ান সাটের বন্দুক পাওয়া গেছে। সীমান্তে টহলরত বিএসএফ জওয়ান নিজের প্রাণ বাঁচাতেই গুলি চালিয়েছে।
স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য শামসুল হক বলেন, পুলিশ ও বিএসএফ আমাদেরকে গ্রামে ঢুকতে দিচ্ছে না। ছেলেটি সম্ভবত মুড়িখাওয়া বা বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের ছেলে। রাতে পর পর গুলির শব্দে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম।