খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যশোর-৬ আসনের উপনির্বাচন মঙ্গলবার

বিএনপি ভোট বর্জনে বিজয়ের পথে এগিয়ে নৌকার প্রার্থী

মেহেদী হাসান জাহিদ, কেশবপুর

যশোর -৬ কেশবপুর সংসদীয় আসনে উপনির্বাচন। স্থাগিত হওয়া উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। বিএনপি এই উপনির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক অংশ নিচ্ছে না। যার কারনে এ আসনটিতে নৌকা প্রতিকের প্রার্থী শাহীন চাকলাদারের বিজয় সময়ের অপেক্ষা।

আসনটিতে নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় নামেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দীতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ( ধানের শীর্ষ), জাতীয়পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান ( লাঙ্গল) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে মাঠে নামেন ।

প্রথমাবস্থ্য়া ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত হয়। সে মোতাবেক প্রতিদ্বন্ধি প্রার্থীরা মাঠে ময়দানে ভোট প্রচারণায় নেমে পড়েন। বৈশিক মহামারি করোনা ভাইরাসের কারনে এ আসনটির নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়। এ মাসের ৪ জুলাই নির্বাচন কমিশন থেকে ফের ১৪ জুলাই নির্বাচন অনুষ্ঠানের ঘোষনা দিলে বিএনপি উপ নির্বাচন করোনা ভাইরাসের কারনে ভোট বর্জনের ঘোষনা দেয়। সে থেকে বিএনপি ভোটের মাঠে কোন প্রচারণায় নেই। সংগত কারনে মুল প্রতিদ্বন্ধিতায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী।

কেশবপুর উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে যশোর ৬, কেশবপুর সংসদীয় আসন গঠিত । মোট ভোটার ২ লাখ ৩ হাজার ১শত ১৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ১শত ২২ জন ও মহিলা ভোটার ১লাখ ৮শত ৯৬ জন। মোট ভোট কেন্দ্র ৭৯টি। ৩৭৪টি বুথ, দায়িত্ব পালন করবে ৭৯ জন প্রিজাইটিং অফিসার, ৩৭৪ জন সহকারি প্রিজাইটিং অফিসার ও ৭৪৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মোঃ বজলুর রশীদ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।

অপরপ্রার্থী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান জানান, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদী। সব মিলিয়ে এ আসনটিতে আওয়ামীলীগের বিজযী হওয়ার সম্ভাবনা বেশি।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের প্রয়াত এমপি ইসমাত আরা সাদেক চলতি বছরের ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় আসনটি শুণ্য ঘোষণা করা হয়।

১১ জুলাই কেশবপুর আবু সারাফ সাদেক অডিটোরিয়ামে সংসদীয় আসন ৯০ যশোর-৬ কেশবপুর আসনের উপ নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি করোনা পরিস্থিতির মধ্যে ভোটের দিন নির্ধারনে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা উল্লেখ কনে। তিনি নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

কেশবপুৃর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জানান,ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ১৮জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ ,র‌্যাব, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!