খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সদর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, ২৮ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটির সম্মানিত ১নম্বর সদস্য সিরাজুল ইসলাম মেঝভাই আর নেই (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন। ভাসানী ন্যাপের মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু মৃত্যুর আগ পর্যন্ত তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন। বিএনপির গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ। অনুরপ বিবৃতি দিয়েছেন সদর থানা বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, ২৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক বেগ তানভীরুল আজম। বিবৃতিদাতারা মেঝভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং বলেন সিরাজুল ইসলাম মেঝভাইয়ের মৃত্যুতে দল একজন বিশ^স্ত নেতাকে হারিয়েছে। তাঁর শুন্যতা কখনোই পুরন হওয়ার নয়।
এদিকে সিরাজুল ইসলাম মেঝভাই-এর মৃত্যুর সংবাদ পেয়ে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনে নেতৃত্বে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের টুটপাড়াস্থ বাসভবনে যান এবং মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা দেন। – খবর বিজ্ঞপ্তির
খুলনা গেজেট/কেডি