খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে পুলিশী হয়রানি বন্ধের দাবি জেলা নেতৃবৃন্দের

গেজেট ডেস্ক 

খুলনা জেলা বিএনপির নেতারা অভিযোগ করে বলেছেন, ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে বিএনপি নেতাকর্মী-সমার্থকদের বাড়ী-বাড়ী যেয়ে অহেতুক হয়রানি করছে থানা পুলিশ। শুধু তাই নয়, বাড়ীতে না পেয়ে পরিবারের নারী-শিশুদের সাথে চরম খারাপ ব্যবহার করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) এসব ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে পুলিশী হয়রানি বন্ধের জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামে উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ শাহিনুর রহমানের বাড়ীতে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে থানা পুলিশ যেয়ে ত্রাস সৃষ্টি করেছে। বিনাগ্রেফতারি পরোয়ানায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমানকে আটকের উদ্দেশ্যে যেয়ে পরিবারের নারী-শিশুদের সাথে চরম অসৌজন্যমুলক ব্যবহার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। অকথ্য ভাষায় গালিগালাজ করে বিএনপি নেতা শাহিনুর রহমানকে গুম-ক্রসফায়ারের হুমকি দিয়েছে।

বিবৃতিতে নেতারা বলেন, তল্লাশীর নামে নানাভাবে হয়রানি করেই ক্ষ্যান্ত হয়নি পুলিশ; বিএনপি নেতার অরাজনৈতিক ভাই এবং বিএল কলেজের ছাত্র ভ্রাতুষ্পুত্রকে অযথা আটক করে থানায় নিয়ে গেছে।

আটককৃতরা হলেন- মোঃ আল আমিন শেখ ও বিএল কলেজের ছাত্র দারুজ্জামান সিজান। গ্রেফতারি পরোয়ানা বিহীনভাবে বিনাপরাধে বিএনপি নেতাকর্মী-সমার্থকদের বাড়ীতে গভীর রাতে পুলিশের হানা দিয়ে পরিবারের নারী-শিশুদের সাথে চরম দৃঢ় ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন-গুমের হুমকির বন্ধের দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু। অনুরুপ বিবৃতিতে ন্যাক্কারজনক পুলিশী হানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ ও সদস্য সচিব সরদার আব্দুল মালেক।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!